লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে গিয়ে কোন কোন শব্দ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অসাবধানতাবশত লিঙ্গ পক্ষপাতের বিরুদ্ধে বিচারকদের সংবেদনশীল করার প্রচেষ্টায় সুপ্রিম কোর্ট তার সর্বশেষ হ্যান্ডবুকে prostitute, hooker, whore, keep, mistress, slut-এর মতো প্রায় ৪০টি শব্দনিষিদ্ধ করেছে যা আদালতের রায়গুলিতে স্টিরিওটাইপিক্যাল শব্দ ব্যবহারের মাধ্যমে ।
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বুধবার ‘হ্যান্ডবুক অন কমব্যাটিং জেন্ডার স্টিরিওটাইপস’ চালু করেছেন। তিনি অতীতের আদালতের রায়গুলিতে ব্যবহৃত স্টেরিওটাইপিক্যাল শব্দগুলিকে পতাকাঙ্কিত করে বলেছেন, “এই শব্দগুলি অনুপযুক্ত এবং আদালতের রায়গুলিতে মহিলাদের জন্য ব্যবহার করা হয়েছে৷ এই হ্যান্ডবুকের উদ্দেশ্য সেই রায়গুলির সমালোচনা করা বা তাদের সন্দেহ করা নয়৷ এটি কেবলমাত্র অসাবধানতাবসত লিঙ্গগত স্টিরিওটাইপগুলি কীভাবে স্থায়ী হয় তা আন্ডারলাইন করা৷
জেনে নিন কোন কোন শব্দ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট।