রাজ্য বিভাগে ফিরে যান

জানেন কি পাল্টে যাচ্ছে সরকারি হাসপাতালের OPD-র টিকিট?

August 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর আউটডোর টিকিট বদলে যাচ্ছে। প্রায় ১৮ বছর পর পাল্টাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালের ওপিডির নিয়ম। টিকিটের দাম থাকছে ২ টাকা। সব টিকিটেই বসতে চলেছে কিউআর কোড। যার দরুণ টিকিট কাটার সময় অনেকটাই কমবে বলে মনে হচ্ছে। দ্বিতীয়বার আর নতুন করে রোগীর বিস্তারিত তথ্য কম্পিউটারে লিখতে হবে না টিকিট কাউন্টারের কর্মীদের। আগের টিকিটের কিউআর কোড স্ক্যান করলেই সব তথ্য মিলবে। লাইনের ভিড় কমবে। ফলে ডাক্তার দেখাতে এসে সারাদিন নষ্টের দিন শেষ হতে চলেছে, মনে করা হচ্ছে রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।

সমস্ত সিএমওএইচ এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে খসড়া টিকিট দেখানো হয়েছে। সফলভাবে নয়া টিকিটের পাইলট প্রজেক্টও হয়েছে পিজি এবং এম আর বাঙ্গুর হাসপাতালে। নতুন ফরম্যাটের টিকিট ছাপবে সরস্বতী প্রেস। পুজোর পরই সরকারি হাসপাতালে এসে যাবে নতুন আউটডোর টিকিট।

উল্লেখ্য, ২০০৫ সালের ফেব্রুয়ারিতে রাজ্যের স্বাস্থ্যদপ্তর কম্পিউটারা‌ইজড টিকিট বা ওপিডি পেশেন্ট কার্ড চালু করে। কম্পিউটারা‌ইজড টিকিট চালুর পর, সার্ভার বিভ্রাট বা লোডশেডিং হলে পুরনো দিনের গোলাপী রঙের কাগজে, হাতে লেখা আউটডোর টিকিট অস্থায়ীভাবে রোগীকে দেওয়া হত। তবে এখন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাক আপ ব্যবস্থা আগের চেয়ে শক্তিশালী। খবর মিলছে, রাজ্যের স্বাস্থ্যদপ্তর এখন পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছে। সেই কারণেই কিউআর কোডসহ নতুন ফরম্যাটের টিকিট পরিকল্পনা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #govt hospitals, #QR code, #opd ticket

আরো দেখুন