ভ্রমণ বিভাগে ফিরে যান

টিউলিপ নিয়ে ডাচদের একাধিপত্যের দিন শেষ, জোর টক্করে ভারতের কাশ্মীর

August 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সিলসিলা ছবির কথা মনে পড়ে? দু-চোখ জোড়ানো টিউলিপ বাগানে ‘দেখা এক খোয়াব’- গানে গলা মেলাচ্ছেন অমিতাভ ও রেখা। আজও সিনেপ্রেমীদের মনে উজ্জ্বল সে দৃশ্য। ভিন্টেজ যশ চোপড়া রোম্যান্স, কিন্তু দৃশ্যধারণ হয়েছিল আমস্টারডামে। টিউলিপ বাগান দেখতে হলে হল্যান্ডেই ছুটতে হত, কিন্তু আজ কাশ্মীরে গেলেই দেখা মিলবে টিউলিপ সাম্রাজ্যের। চারদিক পাহাড় দিয়ে ঘেরা টিউলিপের বাগানের বাহার দেখলে চোখের পলক পড়বে না। ভূস্বর্গের কোলে টিউলিপ বাগানের সৌন্দর্যে মোহিত সকলেই।

শ্রীনগরে ডাল লেক আর পাহাড়ের কোলে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ পর্যটক। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপের বাগান এটি। ১০ লক্ষরও বেশি টিউলিপ শোভা পায় এই বাগানে। ৬৮ ধরনের টিউলিপ রয়েছে বাগানে। ৭৪ একর এলাকা জুড়ে রয়েছে এই টিউলিপ বাগান। ২০০৭ সালে বাগানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রতি বছর বসন্তকালে বাগানে টিউলিপ উৎসবের আয়োজন করা হয়। ২০২৩ সালে সবেচেয়ে বেশি সংখ্যক পর্যটক ভিড় জমিয়েছেন টিউলিপ বাগানে। চলতি বছরের মার্চ এবং এপ্রিলে তিন লক্ষ ৬৫ হাজার পর্যটক গিয়েছেন সেখানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Kashmir, #Dutch Monopoly, #Tulips

আরো দেখুন