আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভারতের চন্দ্রাভিযান নিয়ে কী লিখলো New York Times, BBC, Washington post-রা?

August 24, 2023 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাঁদের মাটি ছুঁয়ে ফেলেছে বিক্রম, ইতিহাস গড়েছে ভারত। সেই ইতিহাস গড়া প্রত্যক্ষ করেছে গোটা দুনিয়া। তাবড় তাবড় দেশের সংবাদ মাধ্যম কুর্নিশ জানাচ্ছে ভারতকে, ইসরোকে। বুধবার টান টান উত্তেজনা নিয়ে সকলে চোখ রেখেছিল টেলিভিশনের স্ক্রিনে। দেশ, বিদেশ সব জায়গাতেই একই ছবি। বিবিসি, স্কাই নিউজ বিলেতের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বসা বিদেশি প্যানেলিস্টদের টান টান উত্তেজনা। চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং নিয়ে চলেছে কাউন্টডাউন। সরাসরি সম্প্রচারে চোখ রাখা কাতারে কাতারে অনাবাসী ভারতীয় ভুলেই গিয়েছেন, তাঁরা বিদেশের সংবাদ মাধ্যমের সামনে বসে রয়েছেন।

আজ, বৃহস্পতিবার একই ছবি ধরা দিয়েছে বিদেশের সংবাদপত্রগুলিতে। মেট্রো, আই নিউজ, গার্ডিয়ান ইত্যাদি পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে ভারতে চন্দ্রাভিযান। আই নিউজ ভারতকে মহাকাশের নতুন সুপার পাওয়ার বলে ঘোষণা করেছে। বুধবার বিকেলে ভারতের বিভিন্ন খন্ডচিত্র দিয়ে কোলাজ বানিয়েছিল মেট্রো। প্রায় সমস্ত ব্রিটিশ সংবাদ সংস্থাই ভারতের অসামান্য সাফল্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। ইভিনিং স্ট্যান্ডার্ড বিকেলেই চন্দ্রযানের আসন্ন সাফল্য ও ভারতের জয়োল্লাসের মুহূর্তের ছবি একপাতা জুড়ে ছেপেছিল।

BBC, তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘India makes history as Chandrayaan-3 lands near Moon’s south pole.’ বিবিসি ভারতের সাফল্যকে, ভারতের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে। তারা আরও বলছে, এই চন্দ্র অভিযানের মাধ্যমে ভারত মহাকাশের সুপারপাওয়ারের তালিকায় উঠে এসেছে। মার্কিন সংস্থা সিএনএন লিখছে, ভারত সফলভাবে দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে এবং মহাকাশ গবেষণায় বিশ্বের মধ্যে ভারত সুপারপাওয়ার হয়ে উঠল।

জার্মান সংবাদ মাধ্যম Deutsche Welle, লিখছে ‘India spacecraft first to land on moon’s south pole’ তারা আরও লিখছে, মহাকাশ অভিযানের অংশ হিসেবে ভারত আন্তর্জাতিকক্ষেত্রে সাফল্য পেল। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই ভারতের চন্দ্র অভিযানকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে।

‘In Latest Moon Race, India Lands First in Southern Polar Region’ শীর্ষক প্রতিবেদনে New York Times লিখছে, মহাকাশ গবেষণায় ভারতের এই সাফল্যে দেশবাসী গর্বিত বোধ করতে শুরু করেছে।

CNN, ‘India makes historic moon landing’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা লিখছে, একুশ শতকে চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত চাঁদে পৌঁছে গিয়েছে।

‘India lands a spacecraft softly on the moon’s surface’ শিরোনাম করেছে The Washington post.

‘India moon landing live news: Chandrayaan-3 makes space history’ শীর্ষক প্রতিবেদনে Al Jazeera তরফে লেখা হয়েছে, প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল ভারত।

The Guardian তরফে লেখা হয়েছে ‘India lands spacecraft near south pole of moon in historic first’

TwitterFacebookWhatsAppEmailShare

#Moon, #Chandrayaan-3, #soft landing, #Headlines, #News Papers, #ISRO

আরো দেখুন