খেলা বিভাগে ফিরে যান

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জেতার আক্ষেপ এবার মিটতে চলেছে নীরজের?

August 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিক-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও প্রথম স্থান অধিকার করতে পারেননি নীরজ চোপড়া। এবার বোধহয় সেই আক্ষেপ মিটতে চলেছে! কারণ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠে গেলেন ভারতের সোনার ছেলে।

চলতি মরশুমে নিজের সেরা থ্রো করলেন তিনি। এদিন তাঁর প্রথম থ্রো অতিক্রম করে ৮৮.৭৭ মিটার। অলিম্পিক্সে সোনা জয়ের থ্রোয়ের থেকেও বেশি দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি। পাশাপাশি ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সেও যোগ্যতা অর্জন করে ফেললেন তিনি। আগামী রবিবার ফাইনালে নামবেন এই প্রতিযোগিতায় গতবারের রুপোজয়ী নীরজ।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ- সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৩৭ জনের মধ্যে ১২ জন ফাইনালে উঠতে পারবেন। তার মধ্যেই প্রথম হিসাবে ফাইনালে জায়গা করে নিলেন নীরজ। ২০২২ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের খুব কাছে পৌঁছেও জিততে পারেননি নীরজ। কিন্তু তারপর থেকে বিশ্বের একাধিক বড় বড় টুর্নামেন্টে সোনা পেয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Neeraj Chopra, #World Athletics Championship

আরো দেখুন