রাজ্য বিভাগে ফিরে যান

নতুন অতিথির আগমন বেঙ্গল সাফারি পার্কে, জানেন কারা তারা?

August 27, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেঙ্গল সাফারি পার্কে এখন খুশির মরশুম। নয়া তিন সদস্য এসেছে সেখানে, মা রিকা ও তার খুদে সন্তানরা আছেন ভালই। সুস্থ। আদপে অতিথিরা হলেন রয়্যাল বেঙ্গল টাইগার। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ রিকার পরিবারের জন্য বাড়তি সতর্কতা ও নজরদারির ব্যবস্থা নিয়েছে।

কিছুদিন আগেই দুই সন্তানের জন্ম দিয়েছিল রিকা। জন্মের সময়ই একটি সন্তানের মৃত্যু হয়। ক’দিনের মধ্যেই অপর সন্তানটিরও মৃত্যু হয়েছিল। শোকের আবহ তৈরি হয়েছিল সাফারি পার্কে তবে এখন সবটা বদলে গিয়েছে। পাঁচ বছরের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা এবারে জন্ম দিয়েছে তিন সন্তানের।

সপ্তাহখানেক আগেই তিন সন্তানদের জন্ম দেয় রিকা। সিসিটিভি ক্যামেরার সাহায্যে সাফারি পার্ক কর্তৃপক্ষ প্রয়োজনীয় নজরদারি চালাচ্ছে। তিন সদ্যজাতর সঙ্গে রিকার খেলার ভিডিও প্রকাশ করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। পর্যটক টানতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ড্যান্সিং ডিয়ারের মতো নতুন অতিথি আনার পরিকল্পনা নিচ্ছে বন দপ্তর। বেঙ্গল সাফারি পার্কের আয়তন বাড়ানোর কথাও ভাবছে বন দপ্তর, সাত থেকে আটটি হাতি সাফারির কথাও ভাবছে বন দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Safari Park, #Royal Bengal Tiger, #siliguri

আরো দেখুন