খেলা বিভাগে ফিরে যান

ইস্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া, প্রয়াত ক্লাবের সফলতম সচিব ‘শ্রীমানিদা’

September 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। বুধবার সকালে নিজের বাসভবনেই তিনি প্রয়াত হন। শ্রীমানিদার মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে।

কলকাতা ময়দানের অন্যতম সফল ফুটবল কর্তা হিসাবে পরিচিত ছিলেন উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের এই বাসিন্দা। ইস্টবেঙ্গলের প্রবাদপ্রতিম কর্তা জ্যোতিষ গুহর স্নেহধন্য ছিলেন ‘শ্রীমানিদা’। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব ছিলেন। সেই সময়ে ইস্টবেঙ্গল দারুণ সাফল্য পায়। সেই সময়কেই বলা হত ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ। লাল-হলুদের স্বর্ণযুগের ফুটবলসচিব ছিলেন অজয় শ্রীমানি। তাঁর সময় ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তী কালে ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল।

তবে দীর্ঘ কয়েক দশক ধরেই লাল হলুদের সঙ্গে দূরত্ব বজায় রেখে ছিলেন তিনি। ময়দানি ফুটবল থেকে দূরেই থেকেছেন। কিন্তু তাঁর প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব তথা কলকাতা ময়দান তাঁকে মনে রেখেছে। এদিন অজয়বাবুর মৃত্যুর খবর আসার পর ক্লাবের তরফে শোকপ্রকাশও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Ajay Srimani

আরো দেখুন