বাংলার দুগ্গা পুজো: জেনে নিন শতাব্দী প্রাচীন জনাই রাজবাড়ির পুজোর ইতিহাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলির জনাই রাজবাড়ি কালী বাবুর বাড়ি নামে পরিচিত। জানা গিয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ ভাগলপুরের দেওয়ান ছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন।
এই রাজবাড়িটির বিশাল সাত-খিলান ঠাকুরদালান আজও দুর্গাপুজোর দিনগুলিতে জীবন্ত হয়ে ওঠে।
জানা গিয়েছে, কালীবাবুর জন্মস্থান বেনারস। উনি জনাইতেই বসবাস করতেন। এলাকার শ্মশানের একটি অংশে রাজবাড়ি তৈরি করেন কালীপ্রসাদ।
রাজবাড়িতে প্রবেশের পথে বাঁদিকে দুটি আটচালা শিব মন্দির রয়েছে যা ১২৩৪ বঙ্গাব্দে কালীপ্রসাদেশ্বর এবং খোসালেশ্বরকে উত্সর্গীকৃত। খোসালেশ্বরের মন্দিরটি ১৩৫৮ সালের ১৮ আশিন পুনঃপ্রতিষ্ঠিত হয়। মন্দিরের সামনের দেওয়ালে একটি পাথরের ফলকে তারিখগুলি লেখা রয়েছে।
কথিত আছে রাজবাড়ি নির্মাণের সময় কালীপ্রসাদ মুখোপাধ্যায় শিবমন্দির নির্মাণ করেছিলেন। ২৫০ বছর পার হয়ে গেলেও আজও এই জনাই রাজবাড়িতে বংশপরম্পরায় মহাসমারোহে প্রথা মেনে চলে আসছে দুর্গাপুজো। এই রাজবাড়ির পুজোর সহজাত আভিজাত্যে কোনও ভাঁটা পড়েনি।
বৈষ্ণব মতে জনাই রাজবাড়িতে দুর্গাপুজো হয়। এখানে আমিষ ভোগের ছোঁয়া দেখতে পাওয়া যায় না।
কথিত আছে, কালীপ্রসাদ মুখোপাধ্যায় সাধনা করে এখানেই তিনি দেবী দুর্গার দর্শন পেয়েছিলেন। তারপরই সূচনা হয়েছিল পুজোর।
পরিবারের এক সদস্যদের দাবি, এক সময় এই জনাই রাজবাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বিশিষ্ট জনেরা।
বহু বাংলা সিনেমার শুটিং করা হয়েছে এই বাড়িতে। রাজপরিবারের পাশাপাশি, পুজোয় অংশ নেন স্থানীয় বাসিন্দারাও।
পথ নির্দেশ: