ভারত-পাক ম্যাচের কাট-অফ সময় কত? কখন শুরু হতে পারে খেলা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃষ্টি ভিলেন হলই। ভারতের ইনিংস পঁচিশ ওভার ছুঁতেই শুরু বৃষ্টি। খেলা বন্ধ, আপাতত মাঠ শুকোনোর কাজ চলছে। পিছিয়ে গেল ম্যাচ শুরুর কাট-অফ সময়। নিয়ম মতো, এশিয়া কাপের ম্যাচে ২০ ওভারের খেলা রাত সাড়ে ১১টার মধ্যে শেষ করতে হয়। ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করতে হবে রাত ১২টার মধ্যে। ২০ ওভারের খেলা শুরু করতে হত রাত ১০টা ২০ মিনিটের মধ্যে, এমনই ছিল নিয়ম। এই ম্যাচে কাট-অফ সময় খানিক পিছিয়ে দেওয়া হয়েছে। রবিবারের ম্যাচ রাত ১০টা ৩৬ মিনিটের মধ্যে শুরু করলেই হবে।
২৪.১ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ১৪৭ রান করেছে। ভারত যদি আর ব্যাট করার সুযোগ না পায়, পাকিস্তান যদি কমপক্ষে ২০ ওভার ব্যাট করতে পারলেই আজ খেলা শেষ হবে। ডার্ক ওয়ার্থ লুইস নিয়মের অঙ্ক মেনে বাবর আজমদের ১৮১ রান করতে হবে। ২১ ওভারের ক্ষেত্রে বাবরদের জয়ের লক্ষ্য হবে ১৮৭ রান। ২২ ওভার ব্যাট করতে হলে, ১৯৪ রান করতে হবে পাকিস্তানকে। ২৩ ওভারে বাবরদের লক্ষ্য হবে ২০০ রান। ২৪ ওভারে বাবরদের করতে হবে ২০৬ রান। আজ খেলা না শুরু করা গেলে, আগামীকাল অর্থাৎ সোমবার খেলা শুরু হবে। সেক্ষেত্রে পুরো খেলাই হবে।