US Open জেতার পর মেয়ের থেকেই সেরা অভিনন্দন পেলেন জকোভিচ, দেখুন ভিডিও
September 11, 2023 | < 1min read
নোভাক জোকোভিচ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩ ইউএস ওপেন জেতার জন্য নোভাক জোকোভিচ প্রচুর প্রশংসা ও অভিনন্দন পাচ্ছেন, কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামে সমবেত ভিড়ের মধ্যে তাঁর ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পর তার সবচেয়ে মূল্যবান অভিনন্দন এসেছে।
২০২১ এর চ্যাম্পিয়ন মেডমেডেভ কে হারানোর পরে নোভাক জোকোভিচের কন্যা তারা দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এই আবেগঘন মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন উপস্থিত দর্শকরাও।