দেশ বিভাগে ফিরে যান

ব্রিটিশ আমলের আইন বদলের বিল প্রসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা

September 14, 2023 | < 1 min read

ব্রিটিশ আমলের আইন বদলের বিল প্রসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রিটিশ আমলের তিন ফৌজদারি আইন বদলে, সেগুলিকে ভারতীয় করতে মরিয়া মোদী সরকার। ইতিমধ্যেই এই বদলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল, কংগ্রেস, ডিএমকে’র মতো বিরোধী দলের সাংসদরা। তাঁদের প্রশ্ন, বিল নিয়ে সংসদীয় কমিটির আলোচনায় কেন বেছে বেছে সরকার পক্ষের লোকজনকেই বিশেষজ্ঞ হিসেবে ডাকা হচ্ছে? ইতিমধ্যেই মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিরোধীরাও পাল্টা বিশেষজ্ঞর নাম প্রস্তাব করেছে। যা ঘিরে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে টানাপোড়েন চলছে।

শোনা যাচ্ছে, স্বরাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে বুধবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, ১৬ জন বিশেষজ্ঞ এবং ১৬টি বিশেষজ্ঞ সংস্থার নাম প্রস্তাব করেন। তাঁর দাবি, কোনভাবেই যেন বিলটি নিয়ে পক্ষপাতিত্ব না হয়। সূত্র মারফত খবর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর, উদয় উমেশ ললিতের পাশাপাশি ফলি নরিম্যানের মতো বিশিষ্ট আ‌ইন বিশেষজ্ঞদের নাম প্রস্তাব করা হয়েছে। বার কাউন্সিল অব ইন্ডিয়া, বার কাউন্সিল অব স্টেটস, লিগ্যাল স্কলার, প্রিজন অফিসিয়াল, ধর্মীয় সংস্থার প্রধানদের ডাকার দাবিও জানিয়েছেন তৃণমূল সাংসদ।

কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ ব্রিজলাল প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা জানা যায়নি। সূত্রের খবর, তৃণমূল সাংসদের প্রস্তাবকে সমর্থন করেছেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমও। শোনা যাচ্ছে, আগামী ২২ সেপ্টেম্বর কমিটি ফের বৈঠকে বসতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #modi govt, #British law, #Indian law

আরো দেখুন