বিনোদন বিভাগে ফিরে যান

এই ভিডিও ঘিরেই জল্পনা! আবার ফিরছে নাকি মুন্নাভাই?

September 16, 2023 | < 1 min read

এই ভিডিও ঘিরেই জল্পনা!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মুন্না ভাই MBBS এবং লাগে রহো মুন্না ভাই – দুটি চলচ্চিত্র সব বয়সের দর্শকদের কাছ পেয়েছে ভালোবাসা রাজকুমার হিরানী পরিচালিত এই ছবি দুটির দুই চরিত্র সঞ্জয় দত্তের মুন্না এবং আরশাদ ওয়ারসির সার্কিটকে খুবই পছন্দ করেছেন দর্শকরা।

অনেকদিন ধরেই জল্পনা চলছিল যে আবার কবে বড় পর্দায় আসবেন মুন্না এবং সার্কিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে আসা একটি ভিডিওতে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসিকে মুন্না ও সার্কিটের গেটআপে দেখা গেছে যার পর থেকেই জল্পনা শুরু হয়েছে তবে কি মুন্না ভাইয়ের তৃতীয় ছবি তৈরি হতে চলেছে?

ভিডিওতে মুন্না ভাই-এর পরিচালক রাজকুমার হিরানীকেও দেখা গেছে, তাই ভিডিওটি নিয়ে উত্তেজনা সমাজমাধমে। দেখুন সেই ভিডিও-

TwitterFacebookWhatsAppEmailShare

#Arshad Warsi, #Raju hirani, #Munna Bhai, #Sanjay Dutt

আরো দেখুন