খেলা বিভাগে ফিরে যান

অধরা ইতিহাস, দ্বিতীয় স্থানেই থামলেন ‘সোনার ছেলে’ নীরজ

September 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোনার ছেলে এবার থামলেন দ্বিতীয় স্থানে। অধরা থেকে গেল ইতিহাস। তবে ডায়মন্ড লিগ ফাইনালে আরও একবার দেশের নাম উজ্জ্বল করলেন নীরজ চোপড়া। ১৬ সেপ্টেম্বর ইউজিনে আয়োজিত টুর্নামেন্টে নীরজ ফের দেশকে গর্বিত করলেন। দখল করলেন দ্বিতীয় স্থান। নীরজের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ।

৮৩.৮০ মিটার জ্যাভেলিন ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নীরজ। চেক প্রজাতন্ত্রের জেকব ভাদলেজ ৮৪.২৪ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করে প্রথম স্থান দখল করেছেন। তৃতীয় হয়েছেন ফিনল্যান্ডের অলিভার হেল্য়ান্ডার। তিনি ৮৩.৭৪ মিটার দূরে জ্যাভেলিন থ্রো করেছেন।

ডায়মন্ড লিগে নীরজের প্রথম থ্রো’টি ফাউল হয়ে গিয়েছিল। দ্বিতীয়বারে নীরজ ৮৩.৮০ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে কামব্যাক করে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ। তৃতীয় প্রচেষ্টায় নীরজ ৮১.৩৭ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করেন। চতুর্থ থ্রো ফের ফাউল হয়। পঞ্চম চেষ্টায় নীরজ ৮০.৭৪ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করেন। ষষ্ঠ প্রচেষ্টায় ৮০.৯০ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করেন। নীরজের বেস্ট থ্রো হয় ৮৩.৮০ মিটার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Neeraj Chopra

আরো দেখুন