রাজ্য বিভাগে ফিরে যান

আজ ভাদু উৎসব, রাঢ় বাংলার এই পরবের কাহিনি জানেন?

September 18, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ভাদ্র সংক্রান্তি, আজ লাল মাটির দেশে ভাদু পরবের দিন। কাল ভাদু জাগরণ হয়ে গিয়েছে, আজ হবে লৌকিক দেবী ভদ্রাবতীর পুজো। ভাদ্র মাসের শুরুতেই মেয়েলি ব্রত পালনের শুরু হয়, সংক্রান্তির দিন ভাদু পুজো হয়। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাংলা লাগোয়া বিহার, ঝাড়খণ্ডের দু-একটা জেলায় ভাদু উৎসব অনুষ্ঠিত হয়।

ভাদু গানকেন্দ্রিক লৌকিক উৎসব। অনেকে মনে করেন ভাদ্র মাস থেকে ভাদু শব্দটি এসেছে। আবার কেউ বলেন, ভাদু মানে লক্ষ্মী। ভাদ্র মাসের লক্ষ্মীকে আলাদা করে, চিহ্নিত করার জন্য ভাদু পুজোর প্রচলন হয়েছে বলে মনে করেন অনেকে। আবার আরেকটি মতে, পুরুলিয়ার পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি সিংহ দেওয়ের কন্যা ভদ্রাবতীর সংক্ষিপ্ত নাম ভাদু। ভদ্রাবতী পুরুলিয়ার কোনও এক অন্ত্যজ শ্রেণির মানুষকে ভালবাসতেন। পিতা তা মেনে নিতে পারেননি। তাই ভাদু আত্মহত্যা করেন। রাজা মেয়ের স্মৃতিতে শুরু করেন ভাদু পুজো। কেউ কেউ বলেন প্রেম নয়, ব্যাধির কারণে ভাদুর মৃত্যু হয়েছিল। মেয়েকে হারিয়ে তিনি স্মৃতি-তর্পণ শুরু করেন।

আবার ভিন্ন এক মতে, ভাদু কাশীপুরের রাজার মেয়ে। বর্ধমানের রাজকুমারের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করতে আসার পথে লেঠেলদের হাতে রাজকুমারের ম়ৃত্যু ঘটে। ভাদু আত্মহত্যা করেন। কেউ কেউ ভাদুকে বাঁকুড়ার মল্ল রাজাদের কন্যা ভদ্রাবতী বলে মনে করেন। তাঁর অকালমৃত্যু পর ভাদু পুজোর প্রচলন। কেউ কেউ বলেন ভাদু বীরভূমের সন্তান, সেই জন্য বীরভূমে ভাদু পুজোর এত ব্যাপ্তি। অবিভক্ত বর্ধমানের খনি অঞ্চলে এখনও কিছু কিছু জায়গায় প্রচলন রয়েছে ভাদু পুজোর।

ধর্মীয় ইতিহাস বলে, ভাদ্র মাসে যে লক্ষ্মীপুজো করেন তাঁর উপর যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী প্রসন্ন হন। তাই একদল গবেষক বলেন, ভাদু আদপে শস্যদেবী। মাঠের ধান ওঠার পর চাষিদের ঘরে ঘরে শস্য বন্দনার রেওয়াজই নানা বিবর্তনের মধ্যে দিয়ে ভাদু পরবে পরিণত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bhadu Festival

আরো দেখুন