দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বলিউড কিংবদন্তি ওয়াহিদা রহমান
September 26, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউড কিংবদন্তি ওয়াহিদা রহমান ২০২১ সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। মঙ্গলবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেছেন।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে বিবেচিত, ওয়াহিদা রেহমান, গাইড, পিয়াসা, কাগজ কে ফুল, অভিযান এবং চৌধরী কা চাঁদের মতো চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য বিখ্যাত।
এর আগে তাঁকে পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে।
প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে পুরস্কার দেশের সর্বোচ্চ সরকার কর্তৃক প্রদত্ত চলচ্চিত্র সম্মান।
এবার @MamataOfficial-র চালু করা এরাজ্যের অতি জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবে তা চালু করার সিদ্ধান্ত নিলেন আপ সরকারের মুখ্যমন্ত্রী @BhagwantMann