← খেলা বিভাগে ফিরে যান
T-২০-তে রোহিত, যুবরাজদের এই বিশ্বরেকর্ডগুলো ভাঙলেন নেপালের ব্যাটার!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম অর্ধশতরানের বিশ্বরেকর্ড গড়লেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিংহ ঐরি। ভাঙলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিংহের ১২ -বলে করা অর্ধ-শতরানের রেকর্ড। ঐরি এদিন মাত্র ৯-বলে পঞ্চাশ করেন।
এই একই ম্যাচে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের কুশল মল্ল। এই রেকর্ড ছিল রোহিত শর্মা ও ডেভিড মিলারের।এরা দুজনেই ৩৫ বলে শতরান করেন। এদিন কুশল শতরান করতে নিয়েছেন মাত্র ৩৪-বল।
এছাড়া, টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩১৪ রান করেছে নেপাল, যা বিশ্বরেকর্ড কারণ এই প্রথম কোনো দেশ টি-টোয়েন্টিতে ৩০০ রানের গন্ডি পেরোল।