শেষ মুহূর্তে ট্রেন বাতিল পূর্ব রেলের, চক্রান্ত বলছে তৃণমূল
September 29, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার প্রাপ্য টাকা আদায়ের জন্য এবং বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনা বিরুদ্ধে দিল্লিতে কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। বাংলার বঞ্চিত মানুষকে ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল। শেষ মুহূর্তে তৃণমূলের ভাড়া করা বিশেষ ট্রেন বাতিল করল পূর্ব রেল।
Yet ANOTHER piteous attempt to stop us!
The Eastern Railway authorities have denied our request for a special train to take the deprived MGNREGA and Awas Yojana beneficiaries to Delhi.
However, their devious tactics won't deter our commitment to secure Bengal's rightful dues!… pic.twitter.com/2z35kGSVJz
আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ট্রেনে রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ১০০ দিনের কাজ সহ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষকে ওই ট্রেনে দিল্লি পৌঁছনর পরিকল্পনা করেছিল জোড়াফুল শিবির। বিভিন্ন জেলা থেকে কলকাতায় চলে এসেছেন বঞ্চিত মানুষজন। শেষ মুহূর্তে বিশেষ ট্রেন বাতিলকে চক্রান্ত বলছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্য়োপাধ্যায় লেখেন, ভয়ের স্পষ্ট প্রমাণ।