রাজ্য বিভাগে ফিরে যান

জোড়াফুলের দিল্লি অভিযানে শঙ্কিত BJP? পাল্টা-কর্মসূচিতে নামাতে চাপ বঙ্গ ব্রিগেডকে?

October 2, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূলের ‘দিল্লি চলো’ কর্মসূচির কারণে ভয় পেয়েছে বিজেপি? এমনই শোনা যাচ্ছে রাজধানীর অলিন্দে! দিল্লিতে বাংলার ধর্না-অবস্থান কর্মসূচি শুরুর দিনই তড়িঘড়ি পাল্টা কর্মসূচিতে নামার জন্য গেরুয়া শিবিরে তোড়জোড় আরম্ভ হয়েছে। বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আজই মোদী সরকারের কাছে নালিশ জানানো হবে বলে জানিয়েছে বিজেপি। দিল্লির গেরুয়া নেতৃত্বর তরফে এই মর্মে নির্দেশ গিয়েছে বঙ্গ বিজেপির কাছে। মোদী সরকারের পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিংয়ের সাক্ষাতের জন্য সময় চেয়েছে বাংলার পদ্ম শিবির। গিরিরাজ সিং দেখা করতে না পারলেও, তাঁর দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে মরিয়া বঙ্গ বিজেপি।

তৃণমূলের দিল্লির কর্মসূচি রুখতে ট্রেন-বিমান বাতিলের অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। অবশ্য বাংলার শাসক দলকে ঠেকানো যায়নি, ধীরে ধীরে সকলেই দিল্লি পৌঁছচ্ছেন। শোনা যাচ্ছে, কোনও পথ না পেয়ে তড়িঘড়ি দিল্লির বিজেপি নেতৃত্বের ফোন গিয়েছে বঙ্গ বিজেপির কাছে। তৃণমূলের মোদী বিরোধী ধর্না-অবস্থান কর্মসূচির দিনেই দিল্লিতে এসে পাল্টা কর্মসূচি নেওয়ার নিদান দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তড়িঘড়ি পাল্টা কর্মসূচি নেওয়ার চাপের নেপথ্যে কি গেরুয়া নেতাদের আতঙ্ক? বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনও চাপের ব্যাপার নেই। তাঁরা নিজেরাই নাকি সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে বেছে বেছে কেন এই দিনেরই প্রয়োজন পড়ল? প্রশ্ন উঠছে।

বিজেপির অন্দরের খবর, রবিবার দুপুরে বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা কলকাতায় ফোন করে সোমবারই দিল্লিতে বিজেপিকে পাল্টা কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন। তড়িঘড়ি ব্যবস্থা করা হয় বঙ্গ বিজেপির পক্ষ থেকে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাত একযোগে মোদী সরকারের পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। আজ দিল্লিতে বঙ্গ বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে। তৃণমূলকে সাক্ষাতের সময় দেননি কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী (এই প্রতিবেদন লেখা পর্যন্ত যা খবর)। সেক্ষেত্রে আজ বঙ্গ বিজেপির সাংসদরা তাঁর দেখা পেলে, দ্বিচারিতার প্রশ্ন উঠবে। অন্যদিকে, বঙ্গ বিজেপিও পড়েছে মহাবিপাকে। একে তাদের লোকবল নেই, ফলে কী করে দ্রুত পাল্টা কর্মসূচি হবে, তা নিয়েই চিন্তিত সুকান্ত-শুভেন্দুরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #Delhi Chalo programme

আরো দেখুন