Asian Games 2023: জ্যাভলিনে দেশকে সোনা এনে দিলেন অন্নু রানী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সবাই তাকিয়ে ছিলেন বুধবারের দিকে। কারণ, ওই দিন হ্যাংঝাউয়ে বর্শার লড়াইয়ে অর্থাৎ জ্যাভলিন থ্রো বিভাগে নামছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তিনি এই বিভাগে সোন জিতবেন বলেই মনে করছেন সকলে। বিশেষ করে পাকিস্তানের তারকা আরশাদ নাদিম নাম প্রত্যাহার করে নেওয়ায় নীরজের সামনে ‘সুবর্ণ’ সুযোগ রয়েছে বলে যখন মনে করছেন তখনই সুখবর এনে দিলেন অন্নু রানী। মহিলাদের জ্যাভলিনে সোনা জিতলেন অন্নু।
জ্যাভলিনের ফাইনালে প্রথম থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ছোড়েন অন্নু। দ্বিতীয় থ্রোয়েই ৬১.২৮ মিটার ছুড়ে প্রথম স্থানে চলে যান তিনি। তাঁর সঙ্গে টক্কর হচ্ছিল শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ের। ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে গিয়েছিলেন নাদিশা। লিউ ৬১.২৯ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু হাল ছাড়েননি অন্নু। তখনও তিনটি শট বাকি ছিল ভারতীয় অ্যাথলিটের। নিজের চতুর্থ থ্রোয়ে ৬২.৯২ মিটার ছোড়েন অন্নু। ফলে সবাইকে টপকে যান তিনি। বাকিরা সেখান থেকে আর অন্নুকে টপকাতে পারেননি।