খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: চতুর্দশতম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

October 7, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষের পথে এশিয়ান গেমস ২০২৩। হ্যাংঝাউয়ে আজ শনিবারও ভারতীয় ক্রীড়াবিদদের একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকলের নজর থাকবে কাবাডি এবং ক্রিকেট ইভেন্টের। এছাড়াও গেমসের চতুর্দশতম দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নামতে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

দেখে নিন এশিয়ান গেমসে ভারতের ত্রয়োদশতম দিনের পূর্ণাঙ্গ সূচি-

৬:১০: তীরন্দাজ – অদিতি স্বামী বনাম রতিহ ফাধলি (কম্পাউন্ড মহিলাদের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক ম্যাচ)

৬:৩০: তীরন্দাজ – জ্যোতি ভেন্নাম বনাম চাওন সো (কে ও আর) (কম্পাউন্ড মহিলাদের ব্যক্তিগত স্বর্ণপদক ম্যাচ)

৬:৩০: জু-জিতসু – উমা রেড্ডি বনাম সুকনাতি সুন্ত্রা (টি এইচ এ) (পুরুষ -৮৫ কেজি এলিমিনেশন আর ৩২)

৬:৩০: স্পোর্ট ক্লাইম্বিং – শিবানী চরক, সানিয়া শেখ (মহিলা বোল্ডার এবং লিড সেমিফাইনাল-বোল্ডার)

৬:৩০ এর পর থেকে: জু-জিতসু – কিরণ কুমারী বনাম খোঙ্গরজুল বায়ারমা (এম জি এল) (মহিলা -৬৩ কেজি এলিমিনেশন রাউন্ড অফ ১৬)

৬:৩০ এর পর থেকে: জু-জিতসু – অমরজিৎ সিং বনাম আলতাঙ্গেরেল বায়ারখু (পুরুষ -৮৫ কেজি এলিমিনেশন রাউন্ড অফ ৩২)

৬:৫৫: ক্যানো স্লালাম – শুভম কেওয়াত, হিতেশ কেওয়াত (পুরুষদের কায়াক সেমিফাইনাল)

৭:০০ কাবাডি – ভারত বনাম চাইনিজ তাইপেই (মহিলা দলের গোল্ড মেডেল ম্যাচ)

৭:১০ তীরন্দাজ – অভিষেক ভার্মা, ওজস দেওতালে (কম্পাউন্ড পুরুষদের পৃথক স্বর্ণপদক ম্যাচ)

১০:৫০ স্পোর্ট ক্লাইম্বিং – শিবানী চরক, সানিয়া শেখ (মহিলা বোল্ডার এবং লিড সেমিফাইনাল-লিড)

১১:৩০ ক্রিকেট – টিম ইন্ডিয়া বনাম টি বি ডি (পুরুষদের স্বর্ণপদক ম্যাচ)

১২:৩০ কাবাডি – ভারত বনাম ইরান (পুরুষ দলের স্বর্ণপদক ম্যাচ)

১৩:৩০: হকি – ভারত বনাম জাপান (মহিলাদের শ্রেণীবিভাগ ৩য়-৪র্থ)

১৩:৩০ এর পর থেকে: কুস্তি – যশ বনাম চেয়াং ছোয়ুন (পুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি ১/৮ ফাইনাল)

১৩:৩০ এর পর থেকে: কুস্তি – দীপক পুনিয়া বনাম ম্যাগোমেড শারিপভ (বি আর এন) (পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি কোয়ালিফিকেশন রাউন্ড)

১৩:৩০ এর পর থেকে: কুস্তি – ভিকি বনাম আলিশার এরগালি (কে এ জেড) (পুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি ১/৮ ফাইনাল)

১৩:৩০ এর পর থেকে: কুস্তি – সুমিত বনাম আইয়াল লাজারেভ (কে জি জেড) (পুরুষদের ফ্রিস্টাইল ১২৫ কেজি ১/৮ ফাইনাল)

TwitterFacebookWhatsAppEmailShare

#asian games 2023, #schedule, #India at Asian Games, #Asian Games

আরো দেখুন