প্রথমবার এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি! কোথায় থামল ভারত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাংঝু এশিয়ান গেমসে শনিবার নয়া ইতিহাস লিখল ভারত। এই প্রথমবার এশিয়ানে পদকের সেঞ্চুরি হল। ২০১৮ সালে জাকার্তায় ৭০টি পদক জিতেছিলেন দেশের খেলোয়াড়রা। সেটাই ছিল এশিয়ানে দেশের সেরা সাফল্য। এবার শনিবার পদক জয়ে তিন অঙ্কের মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। ৭ অক্টোবর ছিল ভারতের শেষ ইভেন্ট। ১৪ দিনের যাত্রায় মোট পদক এল ১০৭টা। নতুন ইতিহাস লিখল ভারত।
পদকের সেঞ্চুরি হয়ে গিয়েছিল ১৩ তম দিনে। ৯৫টি পদক জেতার পাশাপাশি ৭টা পদক নিশ্চিত হয়েছিল। পরদিন তা ১০৭-এ গিয়ে থামল। সোনা ২৮টি, রুপো ৩৮টি ও ব্রোঞ্জ ৪১টি-সহ, মোট ১০৭টি পদক নিয়ে, পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। ২০২৪ প্যারিস অলিম্পিকসের আগে প্রত্যাশার পারদ চড়িয়ে দিলেন ভারতীয় ক্রীড়াবিদরা।
কোথায় শেষ করলেন ভারতের অ্যাথলিটরা?
- শীর্ষে চীন, মোট ৩৮২টি পদক জিতেছে চীন।
- জাপান রয়েছে দ্বিতীয় স্থানে।
- তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
- এরপর চার নম্বর স্থান দখল করেছে ভারত।
পূর্ববর্তী এশিয়ান গেমসগুলোতে কেমন ছিল ভারতের পারফর্মেন্স?
২০১৪ সাল: মোট পদক ৫৭। ১১টি সোনা। পদক তালিকায় ভারতের স্থান ছিল অষ্টম।
২০১৮ সাল: মোট পদক ৭০। সোনার সংখ্যা ১৬। পদক তালিকায় ভারতের স্থান ছিল অষ্টম।