দেশ বিভাগে ফিরে যান

মুকেশ আম্বানিই দেশেরে ধনীতম ব্যক্তি

October 13, 2023 | < 1 min read

মুকেশ আম্বানিই দেশেরে ধনীতম ব্যক্তি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সামনে এল ফোর্বস এশিয়ার প্রকাশিত ভারতের ১০০ জন ধনী ব্যক্তির তালিকা। এই তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে, নিজের স্ব-মহিমায় এক নম্বর স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানিই।

দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। একাধিক চড়াই উতরাইয়ের পরেও বর্তমানে তিনি ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তির মালিক। এছাড়াও প্রথম ১০ জনের মধ্যে অন্যতম শিব নাদার, সাবিত্রী জিন্দাল, রাধাকৃষ্ণ দামানি, সাইরাস পুনাওয়ালা প্রমুখ। রিপোর্ট অনুযায়ী, ধনীতম মহিলাদের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছেন সাবিত্রী।

এবার ফোর্বসের ১০০ ধনী ব্যক্তির তালিকায় তিনটি নতুন নাম জুড়েছে। এর মধ্যে প্রথমটি হল এশিয়ান পেইন্টসের দানি ফ্যামিলি। তিনি ৮ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে রয়েছেন ২২ তম স্থানে। দ্বিতীয় নতুন সদস্যা হলেন রেণুকা জগতানি। তিনি ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারওম্যান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪.৮ বিলিয়ন ডলার। তৃতীয় নতুন নামটি কেপি রামাসামির। ২.৩ বিলিয়ন ডলার নিয়ে তিনি একশো তম নম্বরে নিজেকে নিয়ে এসেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#forbes, #mukesh ambani, #Rich, #forbes list, #forbes asia

আরো দেখুন