বিনোদন বিভাগে ফিরে যান

পুজো উদ্বোধনে হিট টলি-তারকারা, কার পারিশ্রমিক কত?

October 16, 2023 | < 1 min read

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিনেমা, সিরিয়াল খ্যাত টলি তারকাদের পুজো উদ্বোধনের বাজার জমজমাট। হাতে কাঁচি নিয়ে তাঁরা এখন পুজো উদ্বোধনে ব্যস্ত। মহালয়ার পরই পুজো উদ্বোধনে নেমে পড়েছেন টলি-তারকারা। পারিশ্রমিক হিসেবে কত নেন তাঁরা? এ প্রশ্নের উত্তর কেউই স্পষ্ট করে দিতে চান না। তবে শোনা যায়, কেউ কেউ লক্ষ টাকারও বেশি অর্থ নেন উদ্বোধনের পারিশ্রমিক হিসেবে। পুজো মণ্ডপের ফিতে কাটতে টলি তারকারাই উদ্যোক্তাদের প্রথম পছন্দ। ফিল্ম তারকাদের চেয়ে ধারাবাহিকের অভিনেত্রীদের চাহিদা বেশি।

পুজো উদ্বোধনের বাজারে সিরিয়াল খ্যাত দিতিপ্রিয়া রায়, স্বস্তিকা দত্ত, ঊষশী রায়, তৃণা সাহাসহ অন্যান্যদের চাহিদা বেশ ভাল। সন্দীপ্তা সেন প্রায় ২৪টি উদ্বোধন করছেন। দিতিপ্রিয়া করছেন ৩৫টি পুজো। জেলায় সিরিয়াল তারকাদের ঊর্ধ্বমুখী চাহিদার কারণ হল, জেলাগুলোতে সিনেমার চেয়ে ধারাবাহিকের জনপ্রিয়তা বেশি। তবে পারিশ্রমিকের পার্থক্যও রয়েছে। বলিপাড়ার অভিনেত্রীদের বাজেট এতটাই বেশি থাকে, অনেকেই সেই টাকা দিতে পারেন না। ধারাবাহিকের অভিনেত্রীদের বাজেট ফিল্মস্টারদের তুলনায় প্রায় অর্ধেক। টলিউড ফিল্মস্টারদের মধ্যে প্রিয়াঙ্কা সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, মধুমিতা সরকার, ইশা সাহা প্রমুখের চাহিদা বেশ। মেদিনীপুর, রাজারহাট, পূর্ব বর্ধমানসহ বিভিন্ন জেলায় কমপক্ষে ১৫টি পুজোর উদ্বোধন করছেন প্রিয়াঙ্কা। সোহিনী সরকার, সায়নী ঘোষ, পায়েল সরকারও রয়েছেন তালিকায়।

শোনা যাচ্ছে, সোহিনী প্রায় ১৫টি, ইশা ১৮টি ও মধুমিতা প্রায় ২৫টি পুজো উদ্বোধন করছেন। পাওলি ১২টি উদ্বোধন করবেন। তার সঙ্গে পুজো পরিক্রমার ব্যস্ততাও আছে। মধুমিতা, শ্রাবন্তী, পাওলির পারিশ্রমিক ছয় অঙ্কে পৌঁছেছে বলেই গুঞ্জন। পুজো উদ্বোধনের চাহিদার নিরিখে টলি পাড়ার অভিনেতারা কিন্তু তুলনায় পিছিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #durga Pujo, #Actress, #Tollywood Artists, #durga puja, #Tollywood Actress, #Durga Puja 2023

আরো দেখুন