হাংঝৌয়ে জ্যাভলিনে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সুমিত আন্তিল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতলেন ভারতের অভিজ্ঞ অ্যাথলিট সুমিত আন্তিল। চলতি গেমসের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো – F64-এর ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের সুমিত আন্তিল ও পুষ্পেন্দ্র সিং।
প্রথম থ্রোয়ে সুমিত ৬৬.২২ মিটার জ্যাভলিন ছোড়েন। ৫৬.২৯ মিটার ছুড়ে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে রেকর্ড গড়েছিলেন তিনিই। এবারের প্রথম থ্রোয়ে তিনি অতীতের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। দ্বিতীয় থ্রোয়ে সুমিত ছোড়েন ৭০.৪৮ মিটার। চলতি বছরের গোড়ার দিকে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেখানে তিনি ৭০.৮৩ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন। তৃতীয় থ্রোয়ে তিনি ৭৩.২৯ মিটার ছুড়ে নতুন রেকর্ড গড়লেন। ৬২.৪২ মিটার থ্রো করে রুপোর পদক জিতেছেন শ্রীলঙ্কার আরাকচিগে সামিথ। ভারতের পুষ্পেন্দ্র সিং ৬২.০৬ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছেন।
ভারত এখনও পর্যন্ত এশিয়ান প্যারা গেমসে মোট ৩৭টি পদক জিতেছে। যার মধ্যে ১০টি সোনা, ১২টি রুপো এবং ১৫টি ব্রোঞ্জ পদক রয়েছে। পঞ্চম স্থান দখল করেছে ভারত।