আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কমছে চাষযোগ্য জমি? কী বলছে UNCCD-র রিপোর্ট?

October 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের খরা মোকাবিলা সংক্রান্ত শাখা ইউএনসিসিডি একটি উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করেছে। ১২৬ দেশের পরিস্থিতি খতিয়ে দেখে ইউএনসিসিডি এই প্রথম খরা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে দেখা যাচ্ছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে খরার জেরে ৩৬ শতাংশের বেশি চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেবল ২০১৯ সালেই ৩ কোটি ৫১ লক্ষ হেক্টর জমির গুণমান নষ্ট হয়েছিল। পরিমাণের নিরিখে যা দেশের মোট কৃষিজমির ৯.৪৫ শতাংশ। চাষযোগ্য জমি কমে আসায় ক্রমশ খাদ্য সঙ্কটের ভ্রুকুটি ঘনিয়ে আসছিল। কারণ খরা।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৯ সালে প্রতি বছর বিশ্বে ১০ কোটি হেক্টর কৃষিজমি নষ্ট হয়েছে। সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে এমনটাই ঘটেছে। পূর্ব ও মধ্য এশিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সর্বাধিক চাষযোগ্য জমি হারিয়েছে। চার বছরে খরার জেরে প্রায় ২০ শতাংশ জমি হারিয়েছে দেশগুলো। খরার জেরে কৃষিজমি কমায়, গোটা বিশ্বের প্রায় ৪.৭ শতাংশ মানুষর খাদ্য নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#UNCCD, #arable land, #Land degradation, #India, #world

আরো দেখুন