বিসর্জনের কার্নিভালে মিলে গেল কলকাতা, লন্ডন? টেমসের তীরে দুর্গা প্যারেড
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লন্ডনে যেন ধরা দিল তিলোত্তমা, রেড রোডের কানির্ভালের মতো ব্রিটেনেও আয়োজন করা হয়েছিল টেমস দুর্গা প্যারেড। ঢাক, কাঁসর, ঘণ্টা, মা দুর্গার জয়ধ্বনিতে লন্ডন যেন হয়ে উঠল কলকাতা।
হেরিটেজ বেঙ্গল গ্লোবাল আয়োজিত টেমস দুর্গা প্যারেডে ২৩৮ জন অতিথি হাজির ছিলেন। কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডা: অ্যান্ড্রু ফ্লেমিং ও প্রাক্তন ডেপুটি হাই কমিশনার নিক লোও উপস্থিত ছিলেন সেখানে। সেনা, রয়েল এয়ার ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্গা প্যারেডে অংশ নেন। এমনকি কলকাতা ও অস্ট্রেলিয়া থেকেও অনেকে লন্ডনে পৌঁছে গিয়েছিলেন।
কলকাতা-লন্ডন পারস্পরিক সম্পর্ককে দুর্গা প্যারেডের মাধ্যমে আরও শক্তিশালী করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। পতাকা নেড়ে দুর্গা প্যারেডের প্রতীকি সূচনা করেন দুটি ক্লাবের সদস্যরা। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৌরভ মণি ভাটিয়ালি গান পরিবেশন করেন। টেমস দুর্গা প্যারেডে বোটে করে প্রতিমা নিয়ে অংশ নেয় ক্যামডেন দুর্গা পুজো কমিটি, লন্ডন দুর্গোৎসব কমিটি।