প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত মার্কিন অভিনেতা ম্যাথু পেরি
October 29, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন মার্কিন অভিনেতা তথা কৌতুকশিল্পী ম্যাথু পেরি। শনিবার বাড়ির স্নানঘর থেকে অভিনেতার নিথর দেহ উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেসের বাড়ির স্নানঘরে বাথটাবে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাঁকে। ম্যাথুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর মৃত্যু হল।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-র প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করতেন ম্যাথু। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের রসায়ন আজও ভোলেনি দর্শকরা।চ্যান্ডলারের চরিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথু।
এবার @MamataOfficial-র চালু করা এরাজ্যের অতি জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবে তা চালু করার সিদ্ধান্ত নিলেন আপ সরকারের মুখ্যমন্ত্রী @BhagwantMann