খেলা বিভাগে ফিরে যান

আজ ফুটবলের রাজপুত্র মারাদোনার জন্মবার্ষিকী – এক নজরে তার জীবনের ঘটনা

October 30, 2023 | < 1 min read

Diego Maradona – Image britannic

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ৩০ অক্টোবর, ফুটবলের রাজপুত্রর জন্ম দিন। বুয়েনস আইরেসে দিয়েগো মাত্র ১৬ বছর বয়সে আর্জেন্টিনার জুনিয়র দলে। ৫ বছরে ১৬৭ ম্যাচ খেলে ১১৬টি গোল করেন। ১৭ বছর বয়সে আর্জেন্তিনার জাতীয় দলে সুযোগ পান দিয়েগো। বোকা জুনিয়র্সে মাত্র ১ বছর খেলেন। তারপরই বার্সেলোনা। ৪০ ম্যাচে ২৮ গোল!

বার্সেলোনা ছেড়ে দেন হঠাৎ করেই, যোগ দেন নাপোলিতে। নাপোলির হয়ে ১৮৮ ম্যাচে ৮১ টি গোল করেন। দেশের হয়ে ৪টি বিশ্বকাপ খেলেন তিনি। ১৯৮২-তে প্রথম, তারপরই ইতিহাস। ১৯৮৬ সালে মহাতারকার জন্ম। আপাতভাবে অতিসাধারণ আর্জেন্টিনা দল নিয়ে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করেন অধিনায়ক মারাদোনা।

১৯৯০-তে মধুর প্রতিশোধ নেয় জার্মানি। দলকে ফাইনালে তুললেও কাপ উঠল না মারাদোনার হাতে।
১৯৯৪ সালে শেষ বিশ্বকাপ খেলেন মারাদোনা। মাদক টেস্টে আটকে মাত্র ২ ম্যাচ খেলেই রাজপুত্রকে ফিরে যেতে হয় দেশে। দেশের হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেন মারাদোনা। ক্লাব ফুটবলে করেছেন ২৫৯ গোল। ম্যাচ খেলেছেন ৪৯১। ওই বছরই কোচ হিসেবে কাজ শুরু করেন। ফুটবলার হিসেবে সফল হলেও, কোচ মারাদোনা সফল হননি।

মেক্সিকো বিশ্বকাপে তথাকথিত এক সাধারণ দলকে নিয়ে মারাদোনা যেভাবে পশ্চিম জার্মানি, বেলজিয়াম আর ইংল্যান্ডকে টপকে গিয়েছিলেন তা সত্যিই বিস্ময়ের।

ইংলন্ডের বিরুদ্ধে হ্যান্ড অফ গড আজও বিতর্কের কেন্দ্র বিন্দুতে। ওই একই ম্যাচে প্রতিপক্ষের ৬ জন খেলোয়াড়কে পেরিয়ে গোল করেন মারাদোনা। আজও তা বিংশ শতাব্দীর অন্যতম সেরা গোল।

TwitterFacebookWhatsAppEmailShare

#maradona, #Football, #Diego Maradona

আরো দেখুন