জীবনশৈলী বিভাগে ফিরে যান

কোন বিষয়ে গবেষণা করে নোবেল জয় করেছিলেন অমর্ত্য সেন?

November 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল জেতেন অমর্ত্য সেন। ১৯৮১-তে অমর্ত্য সেন ‘পভার্টি অ্যান্ড ফেমিনস’ শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করেন। গবেষণাপত্রে দুর্ভিক্ষের কারণগুলো তুলে ধরেন তিনি। সাধারণত দুর্ভিক্ষের কারণ হিসেবে খাদ্যের অভাব বা অপ্রতুলতাকে দায়ী করা হয়। কিন্তু অমর্ত্যবাবু তুলে ধরেন ভিন্ন একটি আঙ্গিক। তাঁর মতে খাদ্য বণ্টনে বৈষম্য দেখা দিলে এবং মাত্রাতিরিক্ত হারে বৈষম্য বেড়ে গেলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

দারিদ্র্য ও দুর্ভিক্ষ নিয়ে কাজ করার সুবাদে তথা জনকল্যাণমূলক অর্থনীতি ও দারিদ্র্য দূরীকরণে অবদান রাখার কারণে ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পুরষ্কার পান তিনি। অর্থনীতিতে প্রথম এশীয় তথা বাঙালি হিসেবে নোবেল জেতেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amartya Sen

আরো দেখুন