খেলা বিভাগে ফিরে যান

একদিনের ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ে বিশ্বসেরা শুভমন ও সিরাজ

November 8, 2023 | < 1 min read

সিরাজ শুভমন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁকে সরিয়ে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন শুভমন গিল। উল্লেখ্য, ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন গিল। এর আগে শীর্ষে ছিলেন শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও প্রথম ১০ জনের চারজনই ভারতীয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্যপ্রকাশিত ওয়ান ডে ব়্যাঙ্কিং অনুযায়ী বোলারদের সেরা দশে রয়েছেন ভারতের মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। চলতি বিশ্বকাপের দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে ফের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন মহম্মদ সিরাজ। কুলদীপ যাদব ওয়ান ডে বোলারদের তালিকায় তিন ধাপ উঠে এসে চার নম্বরে অবস্থান করছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৬৬১ রেটিং পয়েন্ট।

জসপ্রীত বুমরাহও ব্যক্তিগত ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি ৩ ধাপ উপরে উঠে আট নম্বরে অবস্থান করছেন। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৬৫৪। ব্যক্তিগত ব়্যাঙ্কিং তালিকায় সব থেকে বড় লাফ দিয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপের ৪ ম্যাচে ১৬টি উইকেট নেওয়া শামি ৭ ধাপ উঠে এসে প্রথম দশে মাথা গলিয়ে দিয়েছেন। তিনি রয়েছেন ওয়ান ডে বোলারদের তালিকায় ১০ নম্বরে। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৬৩৫।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohammed Siraj, #Shubman Gill, #ICC ODI Rankings, #Cricket

আরো দেখুন