ভ্রমণ বিভাগে ফিরে যান

আলোর উৎসব উপলক্ষ্যে ছুটি পেয়েছেন? ঘুরে আসতে পারেন সামথার থেকে

November 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলীতে আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ, সেই উপলক্ষ্যে মিলেছে ছুটি। আর মন বলছে পাহাড় যাই পাহাড় যাই? বেড়িয়ে আসুন সামথার থেকে। কয়েকটি নেপালি পরিবার নিয়ে পাহাড়ের কোলে কালিম্পংয়ে গড়ে উঠেছে সামথার। শিলিগুড়ি থেকে কালিম্পং, আর সেখানেই ছোট্ট নির্জন গ্রাম সামথার, শান্ত পরিবেশ। সঙ্গে রয়েছে লেক। দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। কালিম্পং শহরের পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলিও দেখতে পারেন।

থাকার জন্য রয়েছে হোম-স্টে। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি প্রতিদিনের খরচ ২০০০-২৫০০ টাকার মধ্যেই পড়তে পারে। শিলিগুড়িতে ভাড়া গাড়ি করে আসতে পারেন। সামথার যেতে হলে কালিঝোরা ড্যামের উপর দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বিশেষ অনুমতির দরকার। হোম-স্টে বুকিং করা থাকলে কোনও অসুবিধা হবে না। পানবু গ্রাম, পানবু ভিউ পয়েন্ট, ইয়াং মাকুম পেরিয়ে সামথার গ্রামে পৌঁছে যাওয়া যাবে। ২৭ মাইল ড্যামের ওপর দিয়েও সামথারে পৌঁছনো যেতে পারে। যাত্রাপথের দৃশ্য খুব সুন্দর। পানবু ভিউ পয়েন্ট, রাই দারা, সিনজিতে বুদ্ধ টপ, হনুমান টপ, পাবং, চারখোল, যুগে ফলস, পেমলিং ইত্যাদি জায়গাগুলো দেখে নিতে পারেন। নকদাড়া আর ডাবলিং দারাতেও ঘুরে আসতে পারেন। তবে তার জন্য গোটা একটি দিন সময় ব্যয় করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kali Puja 2023, #Samthar, #Dipawali, #Travelling, #Darjeeling, #Kalimpong, #Diwali 2023

আরো দেখুন