বিনোদন বিভাগে ফিরে যান

বাঙালি হয়েও বিকৃত সুরে নজরুলগীতিতে কণ্ঠদান? কাঠগড়ায় সংগীতশিল্পীরা

November 10, 2023 | < 1 min read

বাঙালি হয়েও বিকৃত সুরে নজরুলগীতিতে কণ্ঠদান? কাঠগড়ায় সংগীতশিল্পীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লোহ কপাট’-র নিজস্ব সংস্করণ বানিয়ে কাঠগড়ায় এআর রহমান। সে খবর বৃহস্পতিবার জনসমক্ষে এনেছিল দৃষ্টিভঙ্গি। ক্ষোভে ফুঁসছে সমাজ মাধ্যম। ক্ষুব্ধ দুই বাংলার জনগণ। চলছে নিন্দার ঝড়। ‘বিদ্রোহী কবি’র গানের সুর বদলে বাঙালির আবেগে আঘাত করেছেন রহমান, উঠছে অভিযোগ। গানের গায়করা আবার বঙ্গ সন্তান। তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযূষ দাশ, শালিনী মুখোপাধ্যারা গেয়েছেন গানটি। এখানেই প্রশ্ন উঠছে, তাঁরা যখন গানটি গাইলেন তখন তাঁরা অবাক হলেন না? মুখ বুজে সহ্য করলেন? কেন হ্যাঁ-তে হ্যাঁ মিলিয়ে গেলেন? সঙ্গীতপ্রেমীরাও সরব।

দৃষ্টিভঙ্গির তরফে একাধিকবার চেষ্টা করা হলেও, কণ্ঠশিল্পীদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরাধীন ভারতে ব্রিটিশের অত্যাচারের প্রতিবাদে নজরুলের কলম জন্ম দিয়েছিল ‘কারার ওই লোহ কপাট’-র। তেমন একটি গানের সুর বদলে গাওয়াকে কেউই ভাল চোখে দেখছেন না। সঙ্গীত পরিচালকের সঙ্গে সঙ্গে গায়কদেরকেও বিঁধতে ভুলছেন না সঙ্গীতপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #singers, #PIPPA

আরো দেখুন