খেলা বিভাগে ফিরে যান

সেমিফাইনালের আগে ডাচদের বিরুদ্ধে আজ এতটুকুও ঢিলেমি দিতে রাজি নন রোহিতরা

November 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেট বিশ্বকাপের ৪৫ তম ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ ভারত  এবং নেদারল্যান্ডস মুখোমুখি হবে।

রোহিত শর্মার দল এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনও ম্যাচে হারেনি। দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। আজ কার্যত তাদের কাছে নিয়ম রক্ষার ম্যাচ। তবে আজ এই ম্যাচটি একটুও হালকা ভাবে নিতে চাইছেন না কোচ রাহুল দ্রাবিড়। কারণ, সেমিফাইনালের আগে দলের মনোবলে চিড় ধরুক একদমই চাইছেন না তিনি।

অন্যদিকে, নেদারল্যান্ডস, মাত্র দুটি ম্যাচ জিতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের একদম নীচে রয়েছে। আগের ম্যাচে তারা পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত বিশ্বাকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৬০ রানে পরাজিত হয়েছে। এই বিশ্বকাপে তাদের শেষ ম্যাচটি তারা চাইবে সম্মানজনকভাবে শেষ করতে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের অন্যতম ব্যাটিং সহায়ক উইকেট। তবে খেলা যত এগোবে স্পিনাররা তত বেশি সহায়তা পাবে।

*ভারতের  সম্ভাব্য একাদশ*

শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

*নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ*

ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #netherlands

আরো দেখুন