← পুজো স্পেশাল বিভাগে ফিরে যান
জানেন কি, রামকৃষ্ণ মিশনে জগদ্ধাত্রী পুজোর সূচনা মা সারদার হাত ধরেই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কথিত আছে, রামকৃষ্ণ মিশনে এই উৎসবের সূচনা করেছিলেন মা সারদা। শোনা যায়, সারদা দেবীর মা তথা শ্যামা সুন্দরী দেবী ১৮৭৭ খ্রিষ্টাব্দে জগদ্ধাত্রী পুজো করেছিলেন। জয়রামবাটিতে সারদা দেবীর জন্মভিটের জগদ্ধাত্রী পুজো বিশেষ ভাবে প্রসিদ্ধ। এখানে প্রতি বছর এই পুজোয় প্রচুর মানুষ এসে থাকেন।
বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের হাত ধরে দুর্গাপুজো শুরু হলেও বেলুড় মঠ সারদাপীঠে ১৯৪১ সাল থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো।
এর পরই, এই উত্সবটি বিশ্বের প্রতিটি কোণে উপস্থিত রামকৃষ্ণ মিশনে পালিত হয়েছিল।