জম্মুর চিড়িয়াখায় এবার দেখা মিলবে রয়্যাল বেঙ্গলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জম্মুর চিড়িয়াখানায় এবার দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগার। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে চেন্নাইয়ের আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক থেকে একজোড়া রয়্যাল বেঙ্গল জম্মুতে আনা হয়েছে।
বিনিময় প্রথায় এই বাঘ দুটি এনেছে জম্মু চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দুটি হিমালয়ান ব্ল্যাক বেয়ার পাঠানো হয়েছে চেন্নাইয়ে। সেন্ট্রাল জু অথরিটির নির্দেশিকা অনুযায়ী বাঘ দু’টিকে রাখা হবে সাড়ে চার হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গায়। যার মধ্যে থাকছে একটি জলাশয়। চিড়িয়াখানা সূত্রে খবর, কোয়ারেন্টাইনের জন্য প্রথমে বাঘ দু’টিকে কয়েক সপ্তাহ আলাদা এনক্লোজারে রাখা হবে। নতুন পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার পরই জনসাধারণের দেখার সুযোগ মিলবে।
উল্লেখ্য ২০২৩ সালের বাঘ গণনা অনুযায়ী এই মুহূর্তে দেশের জঙ্গলগুলিতে মোট বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি। যা বিশ্বে মোট বাঘের ৭৫ শতাংশেরও বেশি।