জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রিষড়ায় উৎসবের মেজাজ, জমজমাট থিমের লড়াই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রিষড়ায় উৎসবের মেজাজ, দর্শনার্থীদের মনরঞ্জনের ত্রুটি রাখছেন না উদ্যোগক্তারা। নানান থিমে সেজে উঠেছে রিষড়ার বিভিন্ন পুজো মণ্ডপ। প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। আগামী ২৫ তারিখ শোভাযাত্রা সহযোগে মায়ের বিসর্জন হবে। ব্যান্ড পার্টি, বাহারি আলোর ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে রিষড়ায় উৎসবের আমেজ।
লেনিন মাঠ যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজোর এবার ৪৩ তম বছর। তাদের থিম উত্তর ভারতের নাগেশ্বরী মন্দির। সূক্ষ্ম কারুকাজে সেজে উঠেছে মণ্ডপ। এখানকার বিশেষ আকর্ষণ আলো ও ধ্বনি। সার্ফি লাইটের তালে সুরও বাজবে। ২৫ রকমের আলোর ছটায় সেজে উঠবে মণ্ডপ।
রিষড়ার পশ্চিমপাড় মোড়পুকুর এলাকার কোরাস ১ নম্বর জলট্যাঙ্ক সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজোর ৩৪ বছরে থিম আলপনা। বঙ্গজীবনের অঙ্গ আলপনা। যেকোনও মাঙ্গলিক, শুভ কাজ, আনন্দ, অনুষ্ঠান, পুজোপার্বণে আলপনা দেওয়ার রীতি রয়েছে। বর্তমান প্রজন্মের অনেকেই ভুলতে বসেছেন এই সংস্কৃতি। নানান ধরণের আলপনার আদলে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।
পার্ক সম্মিলনী জগদ্ধাত্রী পুজো কমিটির ৪৪ বছরের থিম আলোকবর্তিকা। একসময় তমসা ঘোচাত আলোর দিশা। সভ্যতা যত এগিয়ে তত এসেছে মশাল, হ্যাজাক, ইলেকট্রিক। নানান আলোর মাধ্যমে তৈরি হয়েছে মণ্ডপ। মা এসেছেন রাজবেশে। উদ্যোগক্তারা বলছেন, মনের আঁধার ঘুচিয়ে মা সকলের মধ্যে জ্ঞানের আলো জ্বালুক। অন্ধকারের অবসানে নতুন আলোকবর্তিকার উদয় হোক। এটাই তাঁদের থিম।