জগদ্ধাত্রী পুজোয় তারাপীঠে কুমারী পুজো, উপচে পড়ল জনতার ভিড়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেবী তারাকেই জগদ্ধাত্রী রূপে পুজো করা হয় তারাপীঠে। মঙ্গলবার নবমীতে সেই পুজো হয়েছে। বাংলার নানান প্রান্তের মানুষ মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ ও কুমারী পুজো দেখতে তারাপীঠ মন্দিরে ভিড় জমান। সন্ধ্যায় বিশেষ আরতি হয়। রাতে বলির পাঁঠার মাংস, শোল মাছ, পোলাও, পাঁচ রকম সব্জি, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। এদিন গভীর রাত পর্যন্ত মন্দির খোলা ছিল।
নাটমন্দিরে আয়োজিত হয়েছিল কুমারী পুজো। চলে যজ্ঞ। পুজো দেখতে ভিড় জমান ভক্তরা। মায়ের ডাকের সাজ ও বিশেষ আরতি দেখতে ভিড় পড়ে গিয়েছিল। মন্দির চত্বরে থাকা বিশাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে আরতি লাইভ দেখানো হয়। মন্দির কমিটির ব্যবস্থাপনায় খুশি ভক্তরা। জগদ্ধাত্রী পুজোয় ডাকের সাজে মা তারাকে দেখার জন্য সারাবছর অপেক্ষায় থাকেন ভক্তরা।
সোমবার রাত থেকেই তারাপীঠে আসতে শুরু করেন ভক্তরা। প্রায় সব হোটেলগুলোও ভর্তি ছিল। মায়ের পুজো দেওয়ার জন্য লাইন পড়ে। বিকেলের পর থেকে ভিড় আরও বাড়ে। মন্দির কর্তৃপক্ষ বলছে, যতদিন যাচ্ছে ততই জগদ্ধাত্রী পুজোর দিন তারাপীঠে জন সমাগম বাড়ছে।