দেশ বিভাগে ফিরে যান

কাল থেকে কেন্দ্রের বিরোধীতায় দেশজুড়ে আন্দোলনে নামছে কৃষকরা

November 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কৃষি আইন নিয়ে দিল্লির উপকণ্ঠে কৃষকদের লাগাতার আন্দোলন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নাস্তানাবুদ করে দিয়েছিল। শুধু তা-ই নয়, সেই আন্দোলনের চাপে মোদী সরকারকে আইন প্রত্যাহার করে নিতে হয়েছিল। ফের রবিবার থেকে দেশব্যাপী মোদী বিরোধী আন্দোলনের পথে নামছেন কৃষকরা।

২১ দফা দাবিতে তিনদিনব্যাপী রাজভবন ঘেরাও কর্মসূচিতে শামিল হচ্ছে তারা। দেশের প্রত্যেক রাজ্যের রাজভবন ঘেরাও করবে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। তিনদিন ধরে চলবে ঘেরাও কর্মসূচি। এমনই দাবি করেছে সংযুক্ত কিষান মোর্চা। স্বাভাবিকভাবেই কৃষকদের এহেন কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি তথা সারা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েই রীতিমতো সতর্ক রয়েছে প্রশাসন। রাজ্যে রাজ্যে বাড়ানো হচ্ছে নজরদারিও।

দিল্লি-হরিয়ানার সিংঘু ও তিক্রি সীমানা এবং দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন বিভিন্ন রাজ্যের রাজভবন ঘেরাও করে রাখা হবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘কিষান মজদুর মহাপরব’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmer Protest

আরো দেখুন