নিতে হবে কম্পোজিট সিলিন্ডার! আমজনতার কাঁধে আরও বোঝা চাপাচ্ছে মোদী সরকার?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সংসার চালাতে নাজেহাল আমজনতা নেপথ্যে মোদী আমলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। তার পর একের পর এক নিত্যনতুন ফরমানে দিশেহারা দেশবাসী। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে বাড়তি বোঝা চাপাতেই ব্যস্ত মোদী সরকার। এবার রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে নয়া নিয়ম আসছে। নতুন গ্যাস সংযোগ নিতে গেলে কম্পোজিট সিলিন্ডার কিনতেই হবে, এমনই নিয়ম বাধ্যতামূলক হচ্ছে। নতুন গ্রাহকদের যাতে লোহার সিলিন্ডার দেওয়া না হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিলারদের। পুরনো গ্রাহকরা যাতে এখনকার লোহার সিলিন্ডার পাল্টে কম্পোজিট সিলিন্ডার নেন, তারও নির্দেশ দেওয়া হয়েছে।
এখন নতুন গ্যাস সংযোগ নিতে গেলে অর্থাৎ লোহার সিলিন্ডার নিতে গেলে গ্রাহককে ২ হাজার ২০০ টাকা জমা দিতে হয়। কম্পোজিট সিলিন্ডারের জন্য ৩ হাজার টাকা জমা করতে হবে। ডাবল সিলিন্ডারের সংযোগ নিতে হলে, আরও ১ হাজার ৬০০ টাকা দিতে হবে। একটি সিলিন্ডারের জন্য, এককালীন অতিরিক্ত ৮০০ টাকা দিতে হবে গ্রাহককে।
একটি গ্যাস সংযোগ নেওয়ার ক্ষেত্রে ২ হাজার ২০০ টাকা জমা করতে হয়। কিন্তু কম্পোজিট সিলিন্ডারের ক্ষেত্রে পুরো টাকা জমা করতে হবে।
যাঁরা আরও কম টাকা জমা করে, সংযোগ নিয়েছিলেন তাঁদের তিন হাজারের বাদবাকি টাকা জমা করতে হবে। কেউ এক হাজার টাকা দিয়ে সংযোগ নিলে, তাঁকে আরও দু’হাজার টাকা মেটাতে হবে। যাঁরা একটি সিলিন্ডারের সংযোগ নিয়েছেন, তাঁরা ডাবল সিলিন্ডারের জন্য আবেদন করলে, কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে। ডিলাররা জানাচ্ছেন, যদি তিনি ওই সিলিন্ডার নিতে না চান, তাঁকে পাঁচ কেজির লোহার সিলিন্ডার নিতে হবে।
সরকারিভাবে কোনও নির্দেশিকা না থাকলেও ডিলারদের কাছে নির্দেশ যাচ্ছে। মোদী সরকারের অনুমোদন ছাড়া ইন্ডিয়ান অয়েল যে এই নির্দেশিকা ডিলারদের পাঠাত না, তা বলা বাহুল্য। কলকাতার আশপাশের কয়েকটি জেলায় ইতিমধ্যে নয়া নিয়ম চালু হয়েছে। ভারত গ্যাসও কম্পোজিট সিলিন্ডার বাজারে আনতে চলেছে। হিন্দুস্তান পেট্রলিয়াম এই বিশেষ সিলিন্ডার ইতিমধ্যেই বাজারে এনেছে।