ফের অশান্ত মণিপুর, ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের অশান্ত মণিপুর। সোমবার বিকালে ফের সংঘর্ষ। অন্তত ১৩জনের মৃত্যুর খবর মিলেছে। সুরক্ষা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, দুপুরবেলা ফের গুলির লড়াই হয়েছে। তেংনউপল জেলায় লেটিথু গ্রামে দুই দল জঙ্গির মধ্য লড়াই হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা।
মৃতদের পরিচয় এখনও মেলেনি। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র মেলেনি। কারা গুলি চালিয়েছে, স্পষ্ট নয়। এক দিন আগেই কয়েকটি জায়গা ছাড়া রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয়। তার পরেই প্রকাশ্যে এল এই ঘটনা।
প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে ওই দেহগুলি এই গ্রামের কেউ নয়। সম্ভবত অন্য জায়গা থেকে তারা এসেছিল। তবে মৃতদের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এদিকে গোটা ঘটনাকে ঘিরে ফের শোরগোল পড়েছে মণিপুরে।
৩ মে থেকে মণিপুরে মৈতেয়ী বনাম কুকিদের মধ্য়ে সংঘর্ষ হচ্ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮২জনের মৃত্যু হয়েছে। ৫০০০০ মানুষ ঘরছাড়া হয়েছেন। তার মধ্যেই এই হিংসার ঘটনার খবর সামনে এল।