রাজ্যের নাট্যদলগুলির প্রাপ্য অর্থ আটকে রাখছে মোদী সরকার
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্র। এবার বাংলার নাট্যদলগুলির অনুদানের প্রাপ্য অর্থও আটকে রেখেছে মোদী সরকার।
সংস্কৃতি মন্ত্রকের অধীনে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) বিভিন্ন রাজ্যের নাট্যদলকে (মূলত গ্রুপ থিয়েটার) দেয় অনুদান। প্রকল্পের নাম ‘গুরু শিষ্য পরম্পরা (রেপার্টরি গ্রান্ট)।’ নাটকের দলের পরিচালককে অনুদান হিসেবে মাসে দেওয়া হয় ১০ হাজার টাকা। শিষ্যদের ছ’ হাজার। ১৫-১৬ জন শিষ্য তথা অভিনেতা অভিনেত্রীদের এই টাকা দেয় কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে অনুদানের পরিমাণ বাড়িয়েছে মোদী সরকার। গুরু পাবেন মাসে ১৫ হাজার টাকা। শিষ্যরা ১০ হাজার। কিন্তু সবই বলতে গেলে খাতায় কলমে। বাংলার নাট্যগুলির অভিযোগ, গত দু’ বছর এই টাকা তাদের মেলেনি।
চলতি অর্থবর্ষে কারা পাবে কেন্দ্রের এই অনুদান, তা নিয়েই এনএসডি’তে চলছে বৈঠক। সংস্কৃতি মন্ত্রকের প্রতিনিধিরা নাট্যদলগুলিকে ডেকে জমা নিচ্ছে বিস্তারিত তথ্য। প্রশ্ন তুলছে, দলে তরুণদের সংখ্যা কেন বাড়ছে না? কবে কী মঞ্চাভিনয় হয়েছে,তার তথ্যও নেওয়া হচ্ছে। বাংলার চারশোরও বেশি নাট্যদল, সঙ্গীত, মূকাভিনয় গ্রুপকে ডাকা হয়েছে। এসেছেন মাঙ্গলিক নাট্যদলের সমীর বিশ্বাস, নান্দীপটের বিমল চক্রবর্তী, চেতনার সুজন মুখোপাধ্যায়, পঞ্চম বৈদিকের অর্পিতা ঘোষ প্রমুখ। এবার তাঁদের মধ্যে থেকে কার অনুদান বজায় রাখবে মোদী সরকার তা নিয়ে চলছে চর্চা।