শীতকালীন অধিবেশন: মঙ্গলের স্ট্রাটেজি ঠিক করতে সকালে INDIA ব্লকের বৈঠক
December 5, 2023 | < 1min read
মঙ্গলের স্ট্রাটেজি ঠিক করতে সকালে INDIA ব্লকের বৈঠক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর আগে, রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গের অফিসে INDIA ব্লক সংসদীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
আপ সাংসদ রাঘব চাড্ডা, যার সাসপেনশন রাজ্যসভায় প্রত্যাহার করা হয়েছিল, সহ কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন, লোকসভায় বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী, জয়রাম রমেশের মতো সংসদীয় নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।