দেশ বিভাগে ফিরে যান

INDIA জোটের বৈঠকে এবার লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে

December 8, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসের হারের পর বিজেপি বিরোধী জোট INDIA’র বিভিন্ন শরিক দল আসন সমঝোতার উপর জোর দিতে চাইছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দেশের সংসদে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস।

পাঁচ রাজ্যের ভোটের ফলাফল সামনে আসার পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইন্ডিয়া জোটের শরিকরা কেউ না কেউ ভোট কেটেছে। সেই জন্য বলছি আসন সমঝোতা করলে এটা হত না।” তিনি আরও বলেন, “আমি এখনও মনে করি আসন সমঝোতা করলে চব্বিশ সালে বিজেপি আসবে না। ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। কিছু ভুল থাকলে শুধরে নেবে।”

এবার কার্যত সেই বার্তাই কংগ্রেস হাইকমান্ডের কাছে পৌঁছে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। বৃহস্পতিবার ছিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে মমতার দূত হিসেবে যোগ দেন ডেরেক। একই বিমানে দিল্লি থেকে হায়দরাবাদ যান সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে। সূত্রে খবর, সেখানেই উভয়ের আলোচনায় যেমন তেলেঙ্গানায় জয়ের প্রসঙ্গ উঠেছে, তেমনি উঠেছে ইন্ডিয়া জোটের কথাও। সোনিয়া-খাড়্গেকে তৃণমূল নেত্রীর বার্তা পৌঁছে দেন ডেরেক। বলেন, জোট যদি ঠিক করে লড়ে, তাহলে রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে কংগ্রেসের সাম্প্রতিক হার চব্বিশের ভোটে নেতিবাচক প্রভাব এড়াতে পারে। সেই কারণে জোটের বৈঠকে দ্রুত আসন সমঝোতার ওপর জোর দিয়েছেন ডেরেক। কংগ্রেসও বিষয়টিতে সহমত বলেই জানা গিয়েছে। এটি হবে এই জোটের চতুর্থ বৈঠক।

উল্লেখ্য, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের ঘোষণা অনুযায়ী ১৭ ডিসেম্বর নয়, আগামী ১৮-২০ ডিসেম্বরের মধ্যে বসতে চলেছে মোদি বিরোধী রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’র বৈঠক। দিল্লিতেই হবে ওই বৈঠক। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের মতো নেতানেত্রীদের ‘সময়’ নিয়েই ঠিক হবে বৈঠকের দিনক্ষণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Lok Sabha elections 2024, #INDIA alliance

আরো দেখুন