দেশ বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারকে হঁশিয়ারি ক্ষুব্ধ পেনশন প্রাপকদের

December 9, 2023 | < 1 min read

লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারকে হঁশিয়ারি ক্ষুব্ধ পেনশন প্রাপকদের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের আগে পেনশন প্রাপকরা হুঁশিয়ারি দিয়ে রাখল মোদী সরকারকে। নয়াদিল্লির রামলীলা ময়দানে বৃহস্পতিবার ইপিএফ পেনশন প্রাপকদের বিক্ষোভ সমাবেশে মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, লোকসভা নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি তার মধ্যে ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির ব্যাপারে কোনওরকম পদক্ষেপ মোদী সরকার না নেয়, তাহলে পেনশন প্রাপকরা লোকসভা ভোটে শাসক দলকে না দেওয়ার পথে হাঁটবেন।

এই মুহূর্তে সারা দেশে কর্মী প্রভিডেন্ট ফান্ডের পেনশন গ্রাহকের সংখ্যা ৭০ থেকে ৭৫ লক্ষ। এব্যাপারে বৃহস্পতিবার দিল্লিতে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য নেতা অমিয়কুমার দাস বলেন, শুধু পেনশন প্রাপকেরাই ভোট বয়কট করবেন, তা নয়। তাঁদের পরিবারের সদস্যরাও এপথে হাঁটবেন। সেই ক্ষতি কেন্দ্রের শাসক দল সহ্য করতে পারবে তো?

TwitterFacebookWhatsAppEmailShare

#loksabha elections 2024, #., #pension holders, #modi govt

আরো দেখুন