কলকাতা বিভাগে ফিরে যান

কত লোক হয়েছিল নভেম্বরে অমিত শাহের সভায়? কী বলছে IB রিপোর্ট?

December 11, 2023 | < 1 min read

কত লোক হয়েছিল নভেম্বরে অমিত শাহের সভায়? কী বলছে IB রিপোর্ট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৯ নভেম্বরের ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বঙ্গবিজেপির আয়োজিত সভায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেদিন বঙ্গবিজেপি তাদের কাঙ্ক্ষিত মানুষ যে জড়ো করতে পারেনি তা নাকি আড়ালে স্বীকার করছে রাজ্য নেতৃত্বের একাংশ। জানা যাচ্ছে, খোদ কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা শাখার (আইবি) তথ্য বলছে, ওই দিন ধর্মতলার সভাস্থলে মেরেকেটে ৬২ হাজার লোক জড়ো হয়েছিল।

জানা যাচ্ছে, শাহের ওই ‘ফ্লপ’ সভাকেই ‘মেগা হিট’ বলে প্রচারের কৌশল নিয়েছে বঙ্গ বিজেপি। সংবাদমাধ্যমের খবর, বিজেপির অন্দরে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে যে অমিত শাহের ওই সভায় সেদিন আড়াই লক্ষ লোক হয়েছে বলে!

শোনা যাচ্ছে, অদূর ভবিষ্যতে এবার থেকে নাকি বিভিন্ন সংবাদমাধ্যম বা টিভি চ্যানেলে দলের মুখপাত্ররা দাবি করবেন, ২৯ তারিখ অমিত শাহের সভায় কমপক্ষে আড়াই লক্ষ লোক হয়েছিল। এদিকে, অমিত শাহের অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের রিপোর্টে নাকি জানিয়েছে, বিজেপির প্রায় ৬২ হাজার কর্মী-সমর্থক সেদিন সভাস্থলে হাজির ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #bjp, #BJP West Bengal, #politics, #Dharmatala, #ib report

আরো দেখুন