নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার বেলা ১টা নাগাদ সংসদের মধ্যে লোকসভার গ্যালারি থেকে সাংসদদের আসন স্থলে ঝাঁপিয়ে পড়লেন দুই যুবক।ওই দুই যুবক লোকসভায় ঢুকে ‘রং বোমা’ ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের আটক করা হয়েছে।
ঠিক ২২ বছর আগে, ২০০১ সালে সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেবার প্রাণ হারিয়েছিল অনেক নিরাপত্তা কর্মী।
বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তৃতার সময় আচমকা দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়েন। বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়ে হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন।
জানা যাচ্ছে, হামলাকারীরা স্লোগানও দিচ্ছিলেন। সংসদের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁদের ধরে ফেলেন। সাংসদরা কেউ আহত হননি বলে জানা যাচ্ছে
স্বভাবতই নতুন সংসদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।