বড়দিনের আগে চোখ রাঙাচ্ছে করোনা, শহরে আক্রান্ত বেড়ে আট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়দিন ও নতুন বছরের উৎসবের আনন্দ কি মাটি করবে করোনা? চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। সংক্রমণ ছড়াচ্ছে জেএন.১। কলকাতাতে মোট আট জনের শরীরে করোনা ভাইসের সন্ধান পাওয়া গিয়েছে। গতকাল, বৃহস্পতিবার মোট তিনজনের দেহে কোভিড ভাইরাস পাওয়া গিয়েছিল। শুক্রবার আরও পাঁচ জন আক্রান্তের হদিশ মিলেছে। তাদের মধ্যে ছ’মাস বয়সী এক শিশুও রয়েছে। শিশুটিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে একজন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই কলকাতার বাসিন্দা। প্রথমে প্রত্যেকেরই জ্বর ও সর্দির উপসর্গ দেখা দিয়েছিল। কোভিড পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। এরা নতুন ভেরিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত কিনা তা জানা যাবে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন করোনা আক্রান্ত দক্ষিণ কলকাতার মিডলটন রো-র এক বাসিন্দা। ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম তিনি নিয়ে হাসপাতালে ভর্তি হন। কোভিড টেস্টে পজিটিভ আসে তাঁর। যাদবপুর নিবাসী একই পরিবারের ২ জনের করোনা আক্রান্ত হাওয়ার খবর মিলেছে। সারা দেশে ২৪ ঘণ্টায় ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত দু’সপ্তাহে করোনার কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে।