নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদালত-খ্যাত অভিনেতা রনিত রায় ২৫ ডিসেম্বর, ২০তম বিবাহ বার্ষিকীর দিন মন্দিরে পরিবারের উপস্থিতিতে সমস্ত আচার মেনেই ফের স্ত্রী নীলম বোসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন।
একটি পোস্টে রণিত তাঁর স্ত্রীর উদ্দেশ্যে লেখেন, ‘আবার বিয়ে করবে আমার সঙ্গে?’ অন্য আরেক পোস্টে তিনি লেখেন, ‘দুবার কেন, হাজার বার তোমার সঙ্গে বিয়ে করতে রাজি।’ তিনি লেখেন, বিয়ের সময় স্ত্রীয়ের প্রতি যে অঙ্গীকার তিনি করেছিলেন, তার পুনরাবৃত্তি চান তিনি। সেই মতোই বিয়ের ২০ বছর পর বিবাহবার্ষিকীতে ফের স্ত্রীয়ের সঙ্গেই সাত পাক ঘুরলেন তিনি।