← রাজ্য বিভাগে ফিরে যান
গাড়ির রোড ট্যাক্স বকেয়া? নতুন বছরে সুবিধা নিন ওয়েভার স্কিমের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনেক টাকা বকেয়া হয়ে আছে আপনার গাড়ির রোড ট্যাক্স, পারমিট বা সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) বাবদ? নতুন বছরের শুরুতেই খুশির খবর! গাড়ির বকেয়া কর আদায়ে বড়সড় ছাড় দিতে চলছে এ রাজ্যের পরিবহন দপ্তর।
জানা যাচ্ছে, পরিবহন দপ্তরের পক্ষ থেকে গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণ করার ক্ষেত্রে জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে চালু করা হবে ওয়েভার স্কিম। ১ ডিসেম্বর পর্যন্ত রিনিউয়াল না হওয়া যানবাহনের মালিকদেরও বড়সড় স্বস্তি দিতে চলেছে রাজ্য সরকার।
কী কী সুবিধা পেতে চলেছেন গাড়ির মালিকরা?
- নতুন স্কিমে এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর মেটানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন গাড়ির মালিকেরা।
- ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যেই বকেয়া মিটিয়ে দিলে জরিমানার ওপর ছাড় মিলবে।
- ১-৩০ জানুয়ারির মধ্যে বকেয়া সিএফ এবং পারমিট ফি মিটিয়ে দিলেও ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে।
- নতুন বছরের ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দুই খাতের বকেয়া মেটালে গাড়ির মালিককে জরিমানার ৮০ শতাংশ মকুব করা হবে।