রাজ্য বিভাগে ফিরে যান

নতুন বছরের শুরুতেই বিয়ের প্ল্যান? এই ৪ দিন বন্ধ সরকারিভাবে বিয়ে, কেন জানেন?

December 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪৩০ বঙ্গাব্দের বাংলা ক্যালেন্ডারে ফের ছন্দপতন। মলমাস পৌষে সামাজিক বিয়ের রীতি নেই। হিন্দুধর্ম অনুসারে মলমাসে বিয়ের মতো কোনও শুভ কাজ হয় না। তাবলে সরকারিভাবে বিয়ের ক্ষেত্রেও কী ‘মলমাস’ প্রযোজ্য হবে? রেজিস্ট্রিতে বাধা না থাকলেও বাংলায় ১৬ -১৯ পৌষ, ইং- ২ -৫ জানুয়ারি আইনি বিয়েও করা যাবে না। রেজিস্ট্রার জেনারেল অব ম্যারেজ অফিস গত শুক্রবার রেজিস্ট্রারদের মেল করে জানিয়েছে, প্রশাসনিক কাজ ও রক্ষণাবেক্ষণের জন্য ওই সময় ‘ম্যারেজ পোর্টাল’ বন্ধ থাকবে।

প্রশাসন সূত্রে খবর, ‘সার্ভার’ সমস্যা, ফিঙ্গার প্রিন্ট সমস্যার জন্য রেজিস্ট্রারদের নাজেহাল হতে হচ্ছিল। রেজিস্ট্রির সময় প্রথমবারের ফিঙ্গার প্রিন্টের সাথে সার্টিফিকেট নেওয়ার সময় অনেকের ফিঙ্গার প্রিন্ট মিলছে না। এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই নাকি ২ -৫ জানুয়ারি বন্ধ রাখা হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ। তবে ম্যারেজ রেজিস্ট্রারদের আশা এই সমস্যা শীঘ্রই এই সমস্যা মিটবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #marriage, #New Year, #Registry Marriage

আরো দেখুন